বাংলাদেশের ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি সাকিব আল হাসান। তার জনপ্রিয়তা দেশজুড়ে। কিন্তু ক্রিকেটের মাঠের বাইরে সাকিবের এমন একটি আচরণ সবার সামনে এল, যাতে অনেকেই হতাশ হয়েছেন।
গত রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন। সাকিব আল হাসান মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। নির্বাচনের দিন ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন তিনি। সেখানে তার ভক্ত-সমর্থকদের ভিড় জমে যায়। অনেকেই সাকিবের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন।
এক পর্যায়ে সাকিবকে ঘিরে ভিড় এতটাই বাড়তে থাকে যে, তিনি ঠিকমতো হাঁটতে পারছিলেন না। এতে তিনি বিরক্ত হয়ে পড়েন। তখনই এক ভক্ত তাকে পিছন থেকে ধাক্কা দেন। ধাক্কা খেয়ে সাকিব কিছুটা অসুস্থ বোধ করেন।
এতে সাকিব ক্ষেপে উঠেন এবং ভক্তকে চড় মারেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এতে অনেকেই সাকিবের সমালোচনা করেন।
অনেকে বলেন, সাকিব একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। তার এমন আচরণে তার ভক্তদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। আবার অনেকে বলেন, সাকিব যে পরিস্থিতিতে ছিলেন, তাতে তার চড় মারার ঘটনাটা খুব একটা অস্বাভাবিক কিছু নয়।
সাকিবের চড় মারার ঘটনাটি নিয়ে বিতর্ক চলছে। তবে এ ঘটনাটি সাকিবের ক্রিকেট ক্যারিয়ারের জন্য কোনো ঝুঁকি তৈরি করবে না বলে মনে করা হচ্ছে।
0 মন্তব্যসমূহ