সেরা পোস্ট গুলো

10/recent/ticker-posts

চার দেশের চার নভোচারী, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নতুন রেকর্ড

 

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নতুন রেকর্ড গড়েছে। স্পেসএক্স-এর রকেটে চারজন নভোচারী পাঠিয়ে তারা একসঙ্গে সর্বোচ্চ চারটি দেশের প্রতিনিধিত্ব করেছেন।


রোববার ২৭ আগস্ট স্থানীয় সময় ভোরে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। রকেটে থাকা চারজন নভোচারী হলেন নাসার জাসমিন মোঘবেলি, ইউরোপীয় মহাকাশ সংস্থা 'ইএসএ'র আন্দ্রেয়াস মোগেনসেন, 'জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি' থেকে সাতোশি ফুরাকাওয়া ও রাশিয়ার কোনস্তান্তিন বরিসভ।


এর আগে নাসা স্পেসএক্স ফ্লাইটে দুই বা তিনজন মহাকাশচারীকে পাঠিয়েছিল। এবার সেই সংখ্যাই বেড়ে চার হলো।


যাত্রীদের মহাকাশ স্টেশনে পৌঁছাতে প্রায় ২৯ ঘণ্টা সময় লাগবে। এরপর সেখানে উপস্থিত ৪ জন নভোচারীকে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে।


এই মিশনটি নাসার সপ্তম বাণিজ্যিক ক্রু রোটেশন মিশন। এ মিশনের মাধ্যমে মহাকাশ স্টেশনে গবেষণা ও অন্যান্য কাজের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ