সেরা পোস্ট গুলো

10/recent/ticker-posts

আসমানখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পাটকাঠির হাট পুড়ে ছাই


চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী বাজারে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাটকাঠির হাটসহ বাজারের বেশ কিছু দোকানপাট পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎ করে আগুনের কুণ্ডলী দেখা যায়। সেই আগুনের লেলিহান শিখা মুহুর্তেই ছড়িয়ে পড়ে পাটকাঠির বাজারে। বাজারের বিভিন্ন জায়গাজুড়ে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।


ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে বাজারের প্রায় অর্ধেক অংশ পুড়ে ছাই হয়ে যায়।


আগুনে পাটকাঠির গাদা, দোকানপাট, যানবাহনসহ প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


চুয়াডাঙ্গা ফায়ার ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি কর্মকর্তা রফিকুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাটকাঠির গাদা থেকে আগুনের সূত্রপাত। দ্রুত আগুন নিয়ন্ত্রণ করা ও আগুন যাতে লোকালয় বা পান বরজে ছড়াতে না পারে; সেজন্য চেষ্টা করা হয়।


এদিকে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ