নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, নির্বাচনি এলাকায় ৬৫৩ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে ভোটগ্রহণের পূর্বের দু'দিন, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরের দু'দিন (৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি) পর্যন্ত মোট ৫ দিনের জন্য ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। ম্যাজিস্ট্রেটগণ সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা বরাবর যোগদানপত্র দাখিল করে সংশ্লিষ্ট সবাইকে অবগত করবেন।
ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালনকালে একজন বেঞ্চ সহকারী, স্টেনোগ্রাফার/অফিস সহকারীকে সহকারী হিসেবে সঙ্গে নিতে পারবেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাদের নিজ নিজ অফিস প্রধানকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার শাখা হতে একটি অফিস আদেশ জারি করা হয়। আদেশে কোন এলাকায় কোন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন তা উল্লেখ করা হয়েছে।
নির্বাচন কমিশনের সচিবালয় থেকে জানানো হয়, ম্যাজিস্ট্রেটগণ নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা, নির্বাচনী অপরাধ দমন এবং ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবেন।
ম্যাজিস্ট্রেটগণ নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের আগের দু'দিন থেকেই মাঠে থাকবেন। তারা ভোটকেন্দ্র পরিদর্শন, ভোটারদের আইনি সহায়তা প্রদান, ভোটগ্রহণে কোনো অনিয়ম হলে তা প্রতিরোধ এবং অপরাধীদের আইনের আওতায় আনাসহ বিভিন্ন কাজ করবেন।
নির্বাচন কমিশন আশা করছে, ম্যাজিস্ট্রেটদের অভিযানে নির্বাচনি অপরাধ কমে যাবে এবং ভোটাররা অবাধ ও সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
0 মন্তব্যসমূহ