আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এই ভাষণে দেশের সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোট দেওয়ার জন্য দেশের জনগণের প্রতি আহ্বান জানানোর সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রীর ভাষণে তিনি দেশের অর্থনৈতিক অগ্রগতি, সামাজিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, পরিবেশসহ বিভিন্ন বিষয়ের কথা তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। তিনি তাঁর সরকারের চতুর্থ মেয়াদে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানানোর সম্ভাবনা রয়েছে।
এদিকে, একই দিনে নারায়ণগঞ্জে এবারের শেষ নির্বাচনি জনসভা করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ইতিমধ্যে তিনি দেশের বিভিন্ন জেলায় নির্বাচনি জনসভায় অংশ নিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশের মানুষের কাছে নৌকায় ভোট চেয়েছেন।
গত ২৭ জানুয়ারি আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার ঘোষণা করে বাংলাদেশকে 'ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে' উত্তরণের প্রতিশ্রুতি দেন টানা ১৫ বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনা। সেজন্য কর্মসংস্থান সৃষ্টি, বাজারমূল্য ও আয়ের মধ্যে সংগতি প্রতিষ্ঠা, দেশের রূপান্তর ও উন্নয়নে তরুণ ও যুবসমাজকে সম্পৃক্ত রাখা, পুঁজি পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, ঘুষ-দুর্নীতি উচ্ছেদ, ঋণ-কর-বিলখেলাপি ও দুর্নীতিবাজদের বিচারের আওতায় এনে তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার অঙ্গীকার করেছেন তিনি।
0 মন্তব্যসমূহ