সেরা পোস্ট গুলো

10/recent/ticker-posts

পাঠদানরত শিক্ষিকার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ ভূঞাপুর

 



টাঙ্গাইলের ভূঞাপুরে শ্রেণিকক্ষে পাঠদানরত অবস্থায় রিনা আক্তার (৪০) নামে এক শিক্ষিকার আকস্মিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার উত্তর জগতপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।


রিনা আক্তার উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুরা গ্রামের মো. মিজানুর রহমানের স্ত্রী। তিনি ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার জাহান জানান, রিনা আক্তার শ্রেণিকক্ষে পাঠদান করছিলেন। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তারপর চেয়ার থেকে পড়ে যান। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


রিনা আক্তার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূঞাপুর পৌর শহরের ঘাটান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের কথা ছিল।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস সোবহান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মৃত্যুবরণ করেন।


রিনা আক্তারের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ